মোঃ নাসির উদ্দিন, গলাচিপা প্রতিনিধিঃ
গলাচিপায় সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিপন চন্দ্র রায় এর ওপর সবুজ খান ও তার সন্ত্রাসী বাহিনী কতৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে রবিবার মানব বন্ধন ও বিক্ষোভ হয়।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবসীর উদ্যোগে সকাল ১০টায় গলাচিপা-পটুয়াখালী সড়কে মানব বন্ধন কর্মসুচি পালন করে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের সকারি প্রধান শিক্ষক মোসাম্মদ জুলেখা বেগম, হামলায় অহত শিক্ষক শিপন চন্দ্র রায়, অভিভাবক হাবিব মৃধা, হেমায়েত উদ্দিন, শিক্ষার্থী বৃস্টি আক্তার, আবির মোল্লা প্রমূখ। বক্তারা শিক্ষকের ওপর হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিক্ষকদের রিাপত্তা দাবি করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল করতে হবে। গত বৃহস্পতিবার (২৯) ফেব্রুয়ারি সুহরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিপন চন্দ্র রায় বিদ্যালয়ে যাওয়ার সময় হরিদেবপুর প্রথমিক বিদ্যালয়ের সামনের সড়কে পথ রোধ করে একই বিদ্যালয়ের শিক্ষক সবুজ খানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তার ওপর বর্বরোচিত হামলা করে।
ওই দিন ভুক্তভোগী শিপন চন্দ্র শীল উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে লিখিত অভিযোগ করেন।