মাহফুজ হাসান,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের হোসেনপুরে চর জীনারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে দুরবৃর্ত্তরা মুল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম জানান, শনিবার (২১অক্টোবর) রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙ্গে চোরেরা ওজন মাপার স্কেল, ২টি সিলিং ফ্যান, রাইস কুকারসহ অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে গেছে। গত ২ মাস পুর্বে পানির মর্টারটিও চুরি হয়েছে।
এছাড়াও বিদ্যালয়টিতে আরও ২বার চুরি হয়েছে বলে প্রধান শিক্ষক জানান। চর এলাকার বিদ্যালয়টিতে কোন গার্ড না থাকা ও নিরিবিলি পরিবেশের কারনে এসব দুর্ঘটনা ঘটছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।