ঢাকামঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সরকার ১৬৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে

50
admin
এপ্রিল ২, ২০২৪ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

 নিজস্ব প্রতিবেদক

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্ডধারী স্বল্প আয়ের এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে বিক্রির জন্য ১৬৮ কোটি টাকার সয়াবিন তেল কিনবে সরকার।

বাণিজ্য মন্ত্রণালয় শিগগিরই এই তেল কিনবে। এর পরিমাণ এক কোটি ১০ লাখ লিটার। প্রতি লিটার তেলের দাম ১৫২.৯৮ টাকা হিসাবে ১৬৮ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা পড়বে।

সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে এই তেল কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এসংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আগামী সভায় উপস্থাপন করা হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

টিসিবির ২০২৩-২৪ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ কোটি ৮০ লাখ লিটার ভোজ্য তেল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে ১৯ কোটি ১৮ লাখ লিটার তেল কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

এর মধ্যে বেশির ভাগ তেল স্থানীয় পর্যায়ে কেনা হয়েছে। এবার এক কোটি ১০ লাখ লিটার তেল স্থানীয়ভাবে কিনবে সংস্থাটি।

স্থানীয়ভাবে কেনার জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে গত ৭ ফেব্রুয়ারি উন্মুক্ত দরপত্র (জাতীয়) আহবান করা হয়। দরপত্রে এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেলের বিপরীতে আংশিক অর্থাৎ সর্বনিম্ন ৩০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের প্রস্তাব দাখিলের সুযোগ রাখা হয়।

দরপত্রের নির্ধারিত সময়ের মধ্যে একমাত্র প্রতিষ্ঠান সিটি এডিবল অয়েল লিমিটেড দর প্রস্তাব জমা দেয়। প্রতি লিটার সয়াবিন তেলের দাপ্তরিক মূল্য ছিল ১৬০.১০ টাকা।

সেখানে দরপত্রে সিটি এডিবল অয়েল লিমিটেড প্রতি লিটার সয়াবিন তেলের দাম উল্লেখ করে ১৫২.৯৮ টাকা। দুই লিটারের প্লাস্টিক বোতলে এসব তেল টিসিবির গুদামে পৌঁছে দেওয়ার কথা রয়েছে।

 

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।