ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ১০ জন আহত

50
রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২১, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শুরু হয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের বাড়িঘর ভাঙচুর সহ লুটপাট ঘটনা ঘটে অভিযোগ পাওয়া গেছে।

এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হলেন বাচ্চু মোল্লা (৪০), সানু বেগম (৬০), মোহাম্মদ মোল্লা (৭০), রব মোল্লা (৭৫) ও আলী মোল্লা (৭০)। এলাকাবাসী সূত্রে জানা যায়, আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ভুলু মোল্লা ( ৬৫) ও রব মোল্লার (৭০) মধ্যে দীর্ঘদিনের যাবত বিরোধ রয়েছে।

অতীতে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। সর্বশেষ শনিবার (২১ ডিসেম্বর) বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।