বরিশালের বানারীপাড়ায় দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটিয়ে নলশ্রী জালিছ মাহমুদিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবনের জায়গা নির্ধারন করা হয়েছে।
২০ ডিসেম্বর শুক্রবার নলশ্রী জালিছ মাহমুদিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জায়গা নির্ধারন করার জন্য উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজিদুর রহমান মাদ্রাসা মাঠে সরাসরি উপস্থিত হন। এ সময় বিভিন্ন দিকের মাপ এবং এলাকার সচেতন মানুষের মতামতের ভিত্তিতে মাদ্রাসার ভবন উত্তর পোতায় হবে বলে ঘোষণা দেন।
উপজেলা নির্বাহী অফিসারের এ সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন উপস্থিত স্থানীয় লোকজন। এ সময় টিনের ঘর খুলে পূর্ব পাশে আপাতত স্থাপন করার জন্য নলশ্রী জালিছ মাহ্ মুদিয়া মাদ্রাসার সাবেক সুপার মো: জালিছ মাহ্ মুদকে দ্বায়িত্ব প্রদান করা হয়। আগামী ০৩ কর্ম দিবসের মধ্যে টিনের ঘর খুলে ফেলার জন্য বিশেষ ভাবে নির্দেশ প্রদান করা হয়। প্রসঙ্গত মাদ্রাসাটি একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছিল। একটি স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হালিসের উদ্দেশ্যে নতুন ভবন উত্তর দিকে করার সিন্ধান্তে বাঁধা সৃষ্টি করে আসছিল।
এ বিষয়ে মাদ্রাসার বর্তমান সুপার আ: রহিম জড়িত বলে জানাগেছে। মাদ্রাসার সাবেক সুপার মো: জালিছ মাহ্ মুদ জানিয়েছেন, বিভিন্ন ষড়যন্ত্র করে তাকে সুপার পদ থেকে সড়িয়েছে, বিভিন্ন হামলা ও মামলা দিয়ে হয়রানি করে এলাকায় প্রবেশ করতে পারতেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে এবং বিভিন্ন মহলকে ম্যানেজ করে তিনি সুপার পদে যোগদান করেন।
তিনি সুপার পদের জন্য অযোগ্য হলেও তাকে কিভাবে মনোনীত করা হলো এ বিষয় নিয়ে অনেক দপ্তরে আবেদন করেও কোন সুড়হা হয় নি। বর্তমান সুপার মো: আব্দুর রহিম শিক্ষাগত যোগ্যতার আলিম ও ফাযিল পরিক্ষায় ৩য় বিভাগ ও দাখিল ও কামিল পরিক্ষায় ২য় বিভাগে উত্তীর্ণ হয়েছে। এতো নিম্নমানের যোগ্যতা নিয়ে একটি ঐতিহ্যবাহী মাদ্রাসার সুপার পদে দায়িত্বে থাকা নিয়ে কতৃপক্ষের দৃস্টি দেয়া উচিৎ।