ওসমান গনি মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা পোড়াচক বাউশিয়া নৈমুদ্দিন ফকির ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২’শ অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আয়কর কর্মকর্তা আব্দুল বাসেত মিয়ার আয়োজনে বাউশিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের ২’শ দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, পোলাও চাল, তেল, চিনি, সেমাই-সহ কয়েক রকমের খাদ্য সামগ্রী পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা প্যাকেজিং লি:এর ম্যানেজিং ডাইরেক্টর আসিফ জসিম সানি, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মেহেরুন্নেসা উত্তরা বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বজলুর রহমান সরকার, সহ বিভিন্ন গণ্যমান্য উপস্থিত ছিলেন।