ঢাকাসোমবার , ২২ এপ্রিল ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় বিনামূল্যে নতুন জাতের আমন ধানের বীজ বিতরণ

50
admin
এপ্রিল ২২, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃখান সোহেল নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ’র নিজস্ব উদ্যোগে বিনামূল্যে আমন ধানের নতুন জাত ‘ব্রি ধান-৯৮’ এর বীজ বিতরণ ও কৃষক-কৃষাণীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বামণডহর গ্রামে ক্লাস্টার ভিত্তিক আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১শত কৃষক-কৃষাণীর মধ্যে এ ধানের বীজ বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবির’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আবু মো. এনায়েত উল্লাহ।

বিশেষ অতিথি জেলা প্রশিক্ষণ অফিসার (বিএই) চন্দন কুমার মহাপাত্র, তেল বীজ ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার মো. খাইরুল আমীন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহনাজ আফরোজ মনি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার রুহুল আমীন, উপজেলা কৃষকলীগের সভাপতি মো.আইয়ুব আলী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আবু মো. এনায়েত উল্লাহ বলেন, দেশে আউশের ফলন বৃদ্ধি লক্ষ্যে আমাদের এ ‘ব্রি ধান-৯৮’ জাতের ধান উদ্ভাবন করা হয়েছে। এ ধান রোপণের ১২০ দিনের মধ্যে ফলন পাওয়া যায় এবং একরে ফলন হয় ৮০ মণেরও বেশি। তাই কৃষকদের মধ্যে এই ধান চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের সঙ্গে মতবিনয়ের মাধ্যমে তিনি এ বিষয়ে আরও বিস্তারিত বর্ণনা করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।