স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়ায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরন করা হয়েছে। ২৩ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে ৪০ জন জেলেদের মাঝে বৈধ জাল বিতরন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দিন, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন সহকারী হুমায়ুন কবির, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির।
এছাড়াও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মৎস্য চাষী সমিতির সভাপতি হাফিজুর রহমান শিপলু, বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবি সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও মৎস্যজীবী। বৈধ জাল পেয়ে খুশি সাধারন মৎস্যজীবিরা। উপজেলা নির্বাহি অফিসার অন্তরা হালদার বলেন, জেলেদের বৈধ জাল বিতরনের মাধ্যমে জেলেরা বৈধ জাল ব্যাবহারে উৎসাহী হবে।
অবৈধ জাল ব্যাবহার কমবে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দিন জানান, বৈধ জাল বিতরন চলমান থাকবে ধাপে ধাপে আরো জেলেদের বৈধ জাল বিতরন করা হবে। অবৈধ জাল বন্ধের সরকারের নানমুখী পদক্ষেপ প্রশংসনীয়।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।