রনি কাউসার, স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে স্বপ্ন চূড়া ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে এবং এস এন এ ডি ফাউন্ডেশন এর সহযোগীতায় অসহায় দুস্থ ও গরিবদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট ফাজিল মাদ্রাসায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান ফাউন্ডেশন এর পরিচালক ও পৃষ্টপোষক মোঃ আব্দুল বাসির এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড: অধ্যাপক কেরামত আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অধ্যাপক আব্দুল মান্নান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলার শাহাবাজ পুর, কানসাট ও শ্যামপুর ইউনিয়নের অসহায় দুস্থ ও গরিবদের মাঝে সেলাই মেশিন তুলে দেন অতিথিবৃন্দ। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠন টি দীর্ঘ দিন যাবত বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।