মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী ৭ নং শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের ডেন্টাল লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড গ্রাহক আব্দুল জব্বার ( কবিরাজের) অকালে মৃত্যুবরণ করায় গ্রাহকের স্ত্রী মোছা. দুলালী বেগমের হাতে ২ লক্ষ ৩৭ হাজার ৭৬১ টাকার চেক প্রদান করেন ।
এসময় উপস্থিত ছিলেন, ডেন্টাল লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এসভিপি মো. মকলেজুর রহমান হেলাল, জেলা উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজু, ইউনুট ম্যানেজার আমিনুর রহমান, ফুলবাড়ী থানা এজেন্ট শহিদ আলী সৈয়দ স্বাধীন,মো. রফিকুল ইসলাম একজিকিউটিব অফিসার, বাইতুল মামুর মসজিদের ইমাম মো. নূর আলম, ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আলপদ্দিন, ব্যবসায়ী মজিবর মন্ডল, ফুলবাড়ী রিপোর্টাস ইউনিটির তথ্য প্রচার সম্পাদক ও এন্টি ক্রাইম হিউম্যান রাইটস সোসাইটির সভাপতি মো মোরসালিন ইসলামসহ আরো অনেকে।