ঢাকাশনিবার , ৪ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে পৌর যুবলীগের পক্ষ থেকে তৃষ্ণার্তদের মাঝে শরবত বিতরণ

50
admin
মে ৪, ২০২৪ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 মাহাবুব আলম তুষার মানিকগঞ্জ প্রতিনিধি :

তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে মানিকগঞ্জবাসী।প্রকৃতিতে বইছে তাপদাহ,প্রচন্ড গরমে মানুষের জীবন অতিষ্ঠ।

আবহাওয়া অফিস জানিয়েছে গরমের এই তীব্রতা থাকতে পারে আরো কয়েকদিন,বড় ধরনের বৃষ্টি না হলে এই তাপদাহ কমার সম্ভাবনা আপাতত নেই।প্রচন্ড গরমের মাঝে সাধারণ মানুষ ও পথচারীদের স্বস্তির কথা চিন্তা করে সুপেয় পানি ও শরবত বিতরণ করেছে মানিকগঞ্জ যুবলীগের নেতাকর্মীরা।

গত বৃহস্পতিবার দুপুরে শহরের বেউথা-আন্দারমানিক এলাকায় মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার নির্দেশে সুপেয় পানি ও শরবত বিতরণ করেন মানিকগঞ্জ পৌর যুবলীগ।

সাধারণ মানুষদের সঙ্গে কথা বললে তারা বলেন, গরমে মানুষের জীবনে নাভিশ্বাস নেমে এসেছে। সেই মুহূর্তে যুবলীগের এই উদ্যোগ সাধারণ মানুষকে অনেকটা স্বস্তি দিয়েছে। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।সকল সংগঠন ও বৃত্তবানরা যদি এভাবে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় তাহলে অনেক কিছুই করা সম্ভব।

জেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা বলেন,কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে পৌর যুবলীগের পক্ষ থেকে পথচারী ও নিম্ন আয়ের ৫০০ মানুষকে সুপেয় পানি ও শরবত দেওয়া হয়েছে। যতদিন অসহ্য তাপদাহ থাকবে, এ কার্যক্রম ততদিন চলবে।

পৌর যুবলীগ নেতা আব্দুল আলীম বলেন, অসহ্য এই গরমে মানুষকে স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। অনেক পথচারী আছে যারা প্রচন্ড গরমে অস্বস্তিতে পড়েন,চাইলেও রাস্তায় বিশুদ্ধ পানি, শরবত খেতে পারেন না। এ ছাড়া শ্রমজীবী মানুষ গরমে অস্বস্তিতে রয়েছে। তাই আজকে আজ শহরের ব্যাস্ততম রাস্তা বেউথা ও আন্দারমানিক মোড়ে পথচারী, রিকশা, ইজিবাইক, ভ্যান চালক, খেটে খাওয়া শ্রমজীবীসহ প্রায় ৫০০ মানুষের মাঝে সুপেয় পানি ও শরবত বিতরণ করা হয়েছে। যতোদিন এই অসহ্য গরম থাকবে, ততোদিন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পৌর যুবলীগ নেতা রিদয় হাসান তমাল বলেন,অসহ্য গরমে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঠান্ডা পানি আর শরবত বিতরণ করে মানুষকে একটি স্বস্তি দেওয়া চেষ্টা করছি। পথচারী, হাসপাতালে আসা রোগীর স্বজন, রিকশা-ইজিবাইক চালকরা শরবত খেয়ে স্বস্তি পেয়েছে, আর এতেই আমাদের তৃপ্তি। এভাবে আমরা মানুষের পাশে থাকতে চাই।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।