ঢাকাশুক্রবার , ১০ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কলেজ ছাত্রকে হত্যার প্রতিবাদে জুড়ীতে মানববন্ধন

50
admin
মে ১০, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের জুড়ীতে কলেজ ছাত্র আবু তাহের আহমেদ মামুনকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন মামুনের এলাকাবাসী।

বৃহস্পতিবার (৯ মে) বিকাল পাঁচটায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ মুমিত আসুক চত্বরে মানববন্ধন করেন তারা। মামুন জুড়ীর তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের চাচা মাওলানা আবুল হোসেন জানান, মামুনের বাড়ী উপজেলার শাহাপুর গ্রামে। গত রোববার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামে মামুনের ফুফাতো বোন ফারজানা আক্তার ফৌজিয়ার সাথে তার স্বামী পিকআপ চালক জুনেদ আহমেদের ঝগড়া হয়েছে এরকম শুনে বিষয়টি জানতে মামুন তাদের বাড়ীতে যান। সেখানে জুনেদের সাথে বাকবিতন্ডা হয়। পরে মামুন সেখান থেকে চলে আসেন। পরদিন সোমবার মামুন মোটরসাইকেল নিয়ে কচুরগুলের দিকে যাওয়ার সময় জুনেদ নিজ চালিত পিকআপ দিয়ে মামুনকে জোরে ধাক্কা দেন।

স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধিন অবস্থায় ওইদিন মারা যান মামুন। মানববন্ধনে বক্তব্য দেন, জুড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জুনেদের স্ত্রী ফারজানা আক্তার ফৌজিয়া, নিহত মামুনের মা জীবা বেগম, স্থানীয় মুরব্বী সিতাকুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।