মোঃ আজিজুল ইসলাম নিজস্ব প্রতিবেদক
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জে যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে। আটক ৭ জেলের মধ্যে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) সকালে এই কারাদণ্ড প্রদান করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. রকিবুল হা সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত যমুনা নদীতে অভিযান চালানো হয়।
অভিযানে ৭০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৯৮টি চায়না দুয়ারী ও ১৯ কেজি ইলিশ মাছসহ ৭জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।