মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী সংবাদদাতাঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বালু খেকোদের অবৈধ ড্রেজারে নিয়ন্ত্রনহীন বালু তোলার কারণে হুমকির মুখে পড়েছে মুক্তিযোদ্ধাদের চর। ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা মৌজার পশ্চিম পাশে ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব পাশে সরকারের বরাদ্দকৃত মুক্তিযোদ্ধার চরে।
এ বিষয়ে মুক্তিযোদ্ধা বারেক মৃধা বলেন, চরলতা মৌজায় সরকার মুক্তিযোদ্ধার জন্য এই চরটি দিয়েছে। আমাদের এই চরের জমির পাশে নদীতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালি কাটার ফলে নদী ভাঙ্গন শুরু হয়েছে।
অতি দ্রæত এ অবৈধ ড্রেজার বন্ধ না করা হলে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে আমাদের এই মুক্তিযোদ্ধার চর। তাই আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ে নিকট আমাদের চরটি বাঁচিয়ে রাখতে জোর অনুরোধ করছি। আমরা এর আগে রাঙ্গাবালী সহ বিভিন্ন জায়গায় মানবন্ধন করেছি এবং পরে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বরে আবারো মানবন্ধন করেছি।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আ. সত্তার হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা ফজলুলল করিম, বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজেদ আলী, আব্দুল মজিদ বলেন, আমাদের মুক্তিযোদ্ধাদের অসহায় পরিবারদের কে বাংলাদেশ সরকারের তরফ থেকে ১.৫ একর করে জমি বন্দবস্ত দেয়। জায়গাটি মুক্তিযোদ্ধাদের চর নামে পরিচিত। সেই চরের নিকটেই অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালি কেটে নিয়ে যায়।
আমাদের চরের জমির পাশ ঘেঁষে থ্রি স্টার নামে ড্রেজার সহ কয়েকটি ড্রেজার দিয়ে অবৈধ ভাবে দিনরাত বালি কাটার মহাযজ্ঞ চলছে। এতে করে আমাদের জমি দিন দিন ভেঙে যাচ্ছে। এ প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।