ঢাকাবৃহস্পতিবার , ২৩ মে ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বিনামূল্যে তিন হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

50
admin
মে ২৩, ২০২৪ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

এম,সাইদুর রহমান-ক্রাইম রিপোর্টার:

পটুয়াখালীর বাউফলে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩শে মে) উপজেলা পরিষদের হল রুমে এ বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আসম ফিরোজ এমপি।

এতে সভাপতিত্ব করেন,বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আনিচুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু,কৃষিবিদ অনিরুদ্ধ দাস, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শোনিত কুমার গায়েন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্ত সহ অনন্যরা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আসম ফিরোজ বলেন,আমাদের দেশ কৃষি সমিদ্ধ দেশ।আমরা আমাদের এক শতাংশ জমিও ফেলে রাখবো না।সকল ধরনের ফলনশীল সবজি চাষ করতে হবে।কৃষকরাই আমাদের মহা সম্পদ।কৃষকরা না থাকলে আমাদের অস্তিত্ব থাকতো না। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যন, মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা কৃষি কর্মকর্তা প্রমূখ। প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আউস ধানের বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।