শিরোনাম মিথ্যা ভালোবাসা
মোঃ শামীম সরকার
তোমার দেওয়া ভালো বাসা
মিথ্যা ছিলো মনে
কেমন করে প্রতারণা
করলে আমার সনে
ঘুম আসে না তোমায় ভেবে
বিষন্নতায় কাটে
লাশের মতো পরে থাকি
শূন্য জগৎ মাঠে
তোমায় নিয়ে প্রতি ক্ষণে
ভাবনা যে না যায়
সৃতি গুলো মনে হলেই
কষ্ট হৃদয় পায়
আর কতো দিন রইবো বলো
তোমায় ছেড়ে একা
মৃত্যুর আগে হবে কি আর
তোমার সাথে দেখা
কতো স্মৃতি পরে আছে
তোমার দেওয়া হাতে
ঘুম আসেনা এসব ভেবে
আমার প্রতি রাতে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।