পটুয়াখালীর বাউফলে অটোরিকশা চালক সুজন হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার এনামুল হক সিপাহী ও জিহাদ মুন্সির মুক্তির এবং হত্যার ঘটনায় জড়িত মূল অভিযুক্তদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় কনকদিয়া ইউনিয়নের স্যার সলিমুল্লাহ স্কুল এন্ড কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এলাকাবাসীর দাবি, সুজন হত্যার ঘটনার সময় এনামুল ও জিহাদ ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দূরে কনকদিয়া বাজারে উপস্থিত ছিলেন। তারা রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের স্বীকার হয়েছে। তাই এই মামলায় তাদের করা আসামি হয়েছেন। দ্রুত তাদের মুক্তির দাবি জানিয়েছেন এবং হত্যায় জড়িতদের প্রকৃত আসামীদের বিচারের দাবিও জানান এলাকার সাধারণ মানুষ।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।