ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের সৃষ্টিতে বকরী ছাগল বিতরন

50
admin
জুন ১৩, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

বানারীপাড়া প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নদী ভাঙ্গন ও ঘূর্নিঝড় রেমাল কবলিত, অসহায় জেলেদের মাঝে বকরী ছাগল বিতরন করা হয়েছে।

১৩ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে জেলেদের মাঝে এ উপকরন বিতরন করেন। ২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প অর্থায়নে ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারের সভাপতিত্বে জেলেদের জীবন মান উন্নয়নে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকরন হিসেবে ২ টি করে বকরী ছাগল, একটি খোয়ার, ঔষধ ও খাদ্য প্রদান করা হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী দৈনিক তালাশ টাইমস কে বলেন, জেলেদের বিকল্প কর্মসংস্থান এর জন্য বকরী ছাগল বিতরণ মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ।আশা করি এই কার্যক্রম অব্যাহত থাকলে আগামীতে জেলেরা অবৈধজাল ব্যবহার বন্ধ করবে এবং জেলে পরিবারের জীবন মান উন্নত হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভ্যাটেনারি সার্জন ডা: খাইরুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সেলিনা পারভীন, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার (রাজস্ব), মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার, এনামুল কবির, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।