মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
শুক্রবার (১৪ জুন) উপজেলার নীলডুমুরের ডাকবাংলো চত্বরে গ্রামীণফোনের অর্থায়নে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের বাস্তবায়নে এবং যুব রেড ক্রিসেন্ট ইউনিট শ্যামনগর উপজেলা টিমের ব্যবস্থাপনায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল কর্মকতা (ইউএলও) হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মোঃ ইলিয়াস হোসেন ও শ্যামনগর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম লিডার আনিছুর রহমান মিলনসহ জেলা, উপজেলা পর্যায়ের যুব সদস্যরা।
শ্যামনগর উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম লিডার আনিছুর রহমান মিলন জানান, শুক্রবার গাবুরা ও বুড়িগোয়ালীনি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবার এবং বৃহস্পতিবার পদ্মাপুকুর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে সাড়ে ৭ কেজি করে চাউল, ১ কেজি ডাউল, ৫০০ গ্রাম সুজি, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ৫০০ গ্রাম লবণ ও ১২ লিটার করে খাওয়ার পানি বিতরণ করা হয়।