মো: বিলাত আলী, স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের গোপালপুর গ্রামের ৩১ টি পরিবারের মধ্যে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে প্রতিটি পরিবারকে ২টি করে ছাগল বিতরণ করেন।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদীয় সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি মো: আবুল কালাম আজাদ মহোদয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহাদৎ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার, জামালপুর সদর, জামালপুর। মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাজমুল হক বাবু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: জামিনুর ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক, মো: আশরাফ ফারুকী রোকন প্রমুখ। উপস্থাপনায় ছিলেন সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম। আরো উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
ব্যবস্থাপনায় ছিলেন সমাজ সেবা যুব উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ডা: মোঃ আমিনুল ইসলাম। অর্থায়নে: বাংলাদেশে এনজিও ফাউন্ডেশন। বাস্তবায়নে: সমাজসেবা যুব উন্নয়ন সংস্থা, জামালপুর।