শাহ্ মাশুক নাঈম স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদান করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের সংশপ্তক উদিয়মান ছাত্র পরিষদ।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে লক্ষীপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শতাধিক পরিবারের মাঝে কুয়েত প্রবাসী গোলাম রহমান (গোলাপ) গ্রীস প্রবাসী মো. সাবাজ উদ্দিন, ফ্রান্স প্রবাসী মো.ফারুক মিয়ার অর্থায়নে সংশপ্তক উদিয়মান ছাত্র পরিষদ’র উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংশপ্তক উদিয়মান ছাত্র পরিষদ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিব মিয়া , সহ-সাধারণ সম্পাদক শাহ তামিম আহমদ তারেক, কোষাধক্ষ্য সালেহ আহমদ দুর্যোগ-ব্যাবস্থা বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন অপি, ধর্ম বিষয়ক সম্পাদক, জুনায়েদ হোসেন কিরণ, সদস্য জুয়েল মিয়া, মোঃ শরিফ উদ্দিন, জাবেদ মিয়া, তাইজুল ইসলাম, সুজন মিয়া, নাঈম ইসলাম, জুনায়েদ হাসান, রাহিম আহমেদ, ফরহাদ আলী, জসীম উদ্দিন,আলী আহমেদ, মফিজ উদ্দিন,জামিল আহমদ, নওশাদ মিয়া প্রমূখ।