নিজস্ব প্রতিবেদক
ব্যবসায়ীকে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে হরতাল করছেন তার সমর্থকরা। এ ঘটনা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার।
মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে বিছিন্নভাবে তারা সড়কে নেমে আন্দোলন করছেন।
এছাড়া সকল দোকানপাট, স্কুল বন্ধসহ সড়কে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷
আন্দোলনকারীদের নেতৃত্ব দেওয়া মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান সাগর জানান- গতকাল একটি হত্যা মামলায় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এরপর মুক্তির দাবিতে আন্দোলনে নামেন তার সমর্থকরা৷ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারক লিপিসহ বিকেলে বিক্ষোভ মিছিলও করার কথা জানান তারা৷
এদিকে এইচএসসি পরিক্ষার্থীদের জন্য হরতাল শিথিল করা হয়েছে বলে জানায় আন্দোলনকারীরা।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।