মোঃ মামুনুর রশিদ, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী ১৬ দফা দাবিতে র্যালি ও মানববন্ধন করেছে আদিবাসী শিক্ষার্থী ও সাধারণ আদিবাসীরা।
সোমবার দুপুরে সমতলের আদিবাসী শিক্ষার্থী ও সাধারণ আদিবাসীদের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ গেটের সামনে রাস্তায় মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে আদিবাসী শিক্ষার্থী সুমন মার্ক হেম্ব্রম, সিলডেস্টার রুবেল মুর্মু, ফিলিমন হেম্ব্রম হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, ভুমি কমিশন গঠন ও আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সহ ১৬ দফ দাবি সমুহু তুলে ধরেন। পরে তারা অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে ১৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।