ঢাকাশুক্রবার , ১৬ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় রাসুলপুর মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবীতে মানববন্ধন

50
admin
আগস্ট ১৬, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

 আসলাম খান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় রাসুলপুর মোজাহারীয়া দাখিল মাদ্রাসায় অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণ্যিজের অভিযোগে মাদ্রাসার সুপার শামছুল ইসলাম সরকারের পদত্যাগ ও কমিটির সাবেক সভাপতির গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৬ আগষ্ট) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার কমিটির সাবেক অভিভাবক সদস্য রুহুল আমীন, রাসুলপুর জামে সমজিদের সভাপতি গোলজার হোসেন, স্থানীয় মাইদুল ইসলাম, আব্দুল কাদের প্রমুখ। বক্তারা বলেন, স্বেরাচারী শাসক আওয়ামীলীগ নেতা আবুল কাশেম ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পর থেকে মাদ্রাসার সুপার ও কমিটির সভাপতি অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগ বাণিজ্য করে আসছে।

দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করলে স্বেরাচারী শাসক আওয়ামীলীগ নেতা দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকাবাসীকে হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে। মাদরাসার সুপারের সহযোগিতায় দলীয় প্রভাব খাটিয়ে সহকারি শিক্ষক আলমগীর, তার মেয়ে ল্যাব অপারেটর মেহেরা এবং ল্যাব সহকারি মিঠু ঠিকভাবে মাদ্রাসায় না এসেও বেতনভাতা গ্রহণ করছে।

এছাড়াও কমিটির সভাপতি ও সুপার যোগসাজসে মাদরাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে। বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে মাদ্রাসার সুপার সহ বাণ্যিজের মাধ্যমে অবৈধ নিয়োগ প্রাপ্ত শিক্ষকদেরকে পদত্যাগ এবং দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করায় সাবেক সভাপতিকে গ্রেফতার করে দৃষ্ঠান্ত মুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দাবী বাস্তবায়ন না হলে এলাকাবাসী রোববার থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।