মোঃ খান সোহেল স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পৌর ছাত্রদল নেতা আমজাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। নেত্রকোনার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
নেত্রকোনার পৌরসভার সামনের সড়কে ২১ আগস্ট বুধবার দুপুর ২ টার দিকে শুরু হওয়া ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন,সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল,নিহত আমজাদের ভাবী স্বপ্না আক্তার,ভাই দেলোয়ার হোসেন প্রমূখ। এ সময় বক্তারা শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী দ্বারা নির্মমভাবে গুলি করে হত্যার সাথে জরিতদের ফাসিঁর দাবি জানান।
মানববন্ধনে আমজাদের পরিবারের সদস্যসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে হত্যাকারীদের বিচারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আমজানের পরিবারের অভিযোগ ২০১৮ সালের ২২ মে তখনকার নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিনের নেতৃত্বে আমজাদকে তার বাড়ি থেকে তুলে নিয়ে সদর উপজেলার বড়ওয়ারী এলাকায় ক্রসফায়ারের নামে হত্যা করা হয় এই ছাত্রদল নেতাকে।