ঢাকাবৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগের দাবীতে আন্দোলন অব্যাহত

50
admin
আগস্ট ২২, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী  ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুর রশিদ আকন্দকে পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
গত বুধবার  মাদ্রাসার শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবীতে সানন্দবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা অধ্যক্ষের অপসারণ চেয়ে নানা স্লোগান দেয়।
পরে, মাদ্রাসার সামনে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা অধ্যক্ষ কে পদত্যাগের জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও অধ্যক্ষ আব্দুর রশীদ পদত্যাগ না করায় শিক্ষার্থীরা আজও সানান্দবাড়ী বাজারে বিক্ষোভ মিছিল করেছে এবং আব্দুর রশীদ পদত্যাগ না করা পর্যন্ত এ আন্দোলন তারা চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে।  শিক্ষার্থীদের দাবী দীর্ঘদিন ধরে অধ্যক্ষ নানা দুর্নীতি, অনিয়মের সাথে জড়িত। তাই তাকে অপসারণ চায় তারা।
তাদের দাবী,  এর আগে, অধ্যক্ষের দুর্নীতি, অব্যবস্থাপনা, অর্থনৈতিক অনিয়মের বিরুদ্ধে শিক্ষক ও এলাকাবাসি সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে বেশ কয়েকটি তদন্তে অধ্যক্ষের দূর্নীতির প্রমাণ পাওয়া যায় । মাদ্রাসা শিক্ষাবোর্ডের একটি তদন্তে মাদ্রাসার অর্থলোপাটের বিষয়টি প্রমাণিত হলে অধ্যক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে পত্র প্রদান করে বোর্ড।  পরে তিনি দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। বোর্ড কর্তৃপক্ষ তাকে তিরস্কার করে এবং আত্মসাৎ করা অর্থ মাদ্রাসার কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু তিনি এখনো পর্যন্ত সেই অর্থ ফেরত দেন নাই। পরে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে অধ্যক্ষের বিরুদ্ধে আরেকটি তদন্তে অধ্যক্ষের দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা, সরকারি আদেশ অমান্য, মিথ্যা-বানোয়াট অভিযোগ প্রদানসহ শিক্ষকদের হয়রানির বিষয়টি তদন্তে প্রমাণিত হলে শিক্ষা অধিদপ্তর তাকে সাময়িক বরখাস্তের জন্যে ইউএনও বরাবরে নির্দেশ প্রদান করে।
তবে বরখাস্তের বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স জানান, ওই মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্ণীতির অভিযোগ আছে বলে শুনেছি তবে তাকে বরখাস্তের কোন নির্দেশ পাইনি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।