বিশেষ প্রতিনিধি
মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধনে চট্টগ্রামে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের প্রধান সমন্বয়ক সাংবাদিক আরিয়ান হাসান লেনিনকে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকরা।
২৪ আগষ্ট বিকাল ৫ টার সময় এই মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ করা হয়েছে।
চট্টগ্রামের নিউ মার্কেটে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি বর্ষণ ও হামলার অভিযোগে শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিএমপির কোতোয়ালি থানায় ৩৫১ জনের নাম উল্লেখ করে ১০০০/১২০০ জনকে অজ্ঞাতো আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেন আন্দরকিল্লা ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মঈন উদ্দিন রাজীব।মামলাটিতে ৮৭ নাম্বারে সাংবাদিক আরিয়ান হাসান লেনিনকে আসামি করা হয় এনিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সাংবাদিক।
এবিষয়ে সাংবাদিক নেতারা বলেন,আমাদের প্রধান সমন্বয়ককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের আন্দোলনে সমন্বয়ক এবং নেতা হিসেবে নেতৃত্ব দিয়ে আসছেন সাংবাদিক আরিয়ানার লেনিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কমিটি আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু প্রেততাত্মা ও দালাল চক্রান্ত করে আমাদের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য মিথ্যা মামলায় আমাদের আরিয়ান হাসান লেনিনের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইসব মামলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না, বিরোধী সাংবাদিক ঐক্যের আন্দোলনের কর্মসূচি অব্যাহিত থাকবে বলে জানান।