ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

50
admin
আগস্ট ২৬, ২০২৪ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কাটিয়া মাঠপাড়া-গদাইবিল সড়কে হাটু পানিতে দাড়িয়ে স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ব্যবসায়ী মো. রুহুল আমিনের নেতৃত্বে বক্তব্য রাখেন মো. মিরাজ আহম্মেদ মুন্না, শরিফুল ইসলাম, কবির হোসেন, নজরুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।

বক্তারা বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কাটিয়া মাঠপাড়া ও গদাইবিলের মানুষ দীর্ঘ এক মাস জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে। প্রভাবশালীরা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে ঘের করার কারণে হাজারো পরিবার জলাবদ্ধ হয়ে পড়েছে। বাড়িঘরে পানি উঠেছে। টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। ঘর থেকে বের হওয়ার উপায় নেই কারো।

তারা বলেন, এখনি জলাবদ্ধতা দূরীকরণের উদ্যোগ না নিলে এলাকায় মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

বক্তারা পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করেত ঘের মালিকদের ১ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।