ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

প্রধান শিক্ষক ফজলুল হকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

50
admin
আগস্ট ২৭, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিপুন জাকারিয়া :-

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নারিকেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হকের পদত্যাগের দাবিতে জামালপুর -টাঙ্গাইল মহসড়ক সাড়ে ৩ ঘন্টা অবোরধ রেখে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ২৭ আগষ্ট মঙ্গলবার বেলা সাড়ে ১১ টা থেকে মহাসড়কটির নারিকেলী উচ্চ বিদ্যালয়ের গেট হতে বিক্ষোভ মিছিল বের করে তারা। বিক্ষোভ মিছিল শেষে, মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষার্থীরা।

পরে সাড়ে ৩টা পর্যন্ত জামালপুর – টাঙ্গাইল প্রধান এ সড়ক অবোরধ করে বিক্ষোভ করে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রায় পাঁচশতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবক অংশ নেই। শিক্ষার্থীরা জানান- প্রধান শিক্ষক ফজলুল হক ম্যানেজিং কমিটি গঠনের সময় নানাভাবে অসৎ উপায়ে টাকা নিয়েছেন। শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন, ভর্তি ও পরীক্ষার ফি নেয়ার সময় বাড়তি টাকা নিয়েছেন।

এছাড়া তিনি একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি প্রধান শিক্ষকের চেয়ারে বসে ধুমপান করেন। তিনি নিয়োগ বানিজ্য, অনিয়ম ও দুর্নীতি করে বিদ্যালয়ের মান ক্ষুন্ন করেছেন। ইতিমধ্যে শিক্ষার্থীরা ক্লাস বর্জণ করে আন্দোলন করছেন। তাই দ্রুত প্রধান শিক্ষক ফজলুল হকের পদত্যাগের দাবি জানান তারা। অন্যথায় সড়ক থেকে সড়ে না যাওয়ার হুশিয়ারী দেন তারা শিক্ষার্থীরা। বিক্ষোভের সময় বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ফজলুল হক। তিনি টানা ১০ বছরের অধিক সময় বিদ্যালয়টিতে কর্মরত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

এদিকে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় হওয়ায় দুই পাশে যানবাহন চলাচল ব্যহত হয়। একপর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আসেন। তারা শিক্ষার্থীদের দাবির কথা শুনেন ও সড়ক ছেড়ে মাঠে আনার চেষ্টা করে সেনাবাহিনী। একপর্যায়ে তারা দাবি জানান, উপজেলা নির্বাহী অফিসার না আসা পর্যন্ত রাস্তা থেকে সড়বে না। পরে জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি স্কুলে আসেন শিক্ষার্থীদের দাবি কথা শুনে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।