ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক এমপি রবি ও এসপি মোস্তাফিজসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

50
admin
আগস্ট ২৯, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আলফাত হোসেন সাতক্ষীরা ব্যুরো প্রধান:

সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের জাকির হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরা-২ আসনের সাবেক এমপি মীর মোস্তাক আহমেদ রবি, তৎকালীন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সদর থানার তৎকালীন ওসি মুস্তাফিজুর রহমান ও গোয়েন্দা পুলিশের তৎকালীন ওসি মহিদুল ইসলামসহ ১৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিহতের ভাই আবুল কাশেম বাদী হয়ে সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এ মামলার আবেদন করলে বিচারক নয়ন বড়াল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, এসআই হাসানুর রহমান, পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন, ব্রহ্মরাজপুরের মনিরুজ্জামান তুহিন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত আঃ মাজেদের ছেলে মোক্তার হোসেন, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ছালাম সানা, দহাকুলা গ্রামের তাইজুলের ছেলে মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, ধুলিহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান ওরফে মোশা ও ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২০ সালের ১ জানুয়ারি বিকালে ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের মৃত কেরামত গাজীর ছেলে জাকির হোসেনকে মাটিয়াডাঙ্গা বাজার থেকে তুলে এনে ২ দিন পর দামারপোতা গ্রামের ওয়াপদার রাস্তায় নিয়ে গুলি করে হত্যার পর ক্রসফায়ারের নাটক সাজানো হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।