এম,সাইদুর রহমান-ক্রাইম রিপোর্টারঃ
সেদিন ছায়ায় এসো; হানো যদি কঠিন কুঠারে/তবুও তোমায় আমি হাতছানি দেবো বারে বারে;/ফল দেবো ফুল দেব দেবো আমি পাখির ও কুজন/একই মাটিতে পুষ্ট তোমাদের আপনজন।
কবি সুকান্ত ভট্টাচার্যের আগামীর কবিতায় স্পষ্ট ফুটে ওঠে প্রাণীকুলের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষের নিঃস্বার্থ অবদানের কথা। মানুষ ও পরিবেশের পরম বন্ধু হলো গাছ বা বৃক্ষ, আর বৃক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল মিষ্টি রস ভেষজ দ্রব্য কাঠ খড়ি সহ অনেক মূল্যবান সম্পদ পাই। বৃক্ষের এ ত্যাগের বৈশিষ্ট্যে বিমোহিত হয় কবি সাহিত্যিকরা বলেছেন তোমরা নিজেদের মধ্যে বৃক্ষরাজের বৈশিষ্ট্য ধারণ কর।
বৃক্ষের মতো পরের কল্যাণে আত্মত্যাগী হও। “দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করবো খাঁটি ” এর স্লোগান ধারণ করে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের আমাদের কাছিপাড়া সামাজিক সংগঠন এর উদ্যোগে সবুজ বনায়ন নির্মল পরিবেশের লক্ষ্যে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার (২৯ আগস্ট) সকাল ১০:৩০ টার দিকে কাছিপাড়া মোঃ আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম কবির হোসেন বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করেন, কাছিপাড়া মোঃ আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ এর মাধ্যমে। পর্যায়ক্রমে কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়, কাছিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ ইউনিয়নের ১৮ প্রাথমিক বিদ্যালয় এবং ৫ কি মাধ্যমিক বিদ্যালয়, ৩ টি দাখিল মাদ্রাসায় ফলজ,বনজ, ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উক্ত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের কাছিপাড়া সামাজিক সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ শাহিদুল হক বিপ্লব, সাইফুদ্দিন আহমেদ শামীম, মোঃ আশিকুর রহমান তুষার সহ সংগঠনের সদস্য বৃন্দ।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে (আমাদের কাছিপাড়া সামাজিক সংগঠন) এর সভাপতি মোঃ সোহাগ হোসেন জানান ইতিপূর্বে তাদের সংগঠন এলাকার দরিদ্র অসহায় ব্যাক্তিদের সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। এবং ভবিষ্যতেও তাদের সংগঠনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।