ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

নিয়ম নীতি উপেক্ষা করে চলছে. বীর শুভগাছা উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়

50
admin
অক্টোবর ৩১, ২০২৩ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের বীর শুভগাছা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শিপ্টে মাত্র ৫ জন শিক্ষার্থীর উপস্থিতি , ৫ম শ্রেণিতে নেই কোন শিক্ষার্থী, তাই পাঠদানে এভাবেই অলস সময় পার করছে বিদ্যালয়ের ৫জন শিক্ষক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে ৫জন শিক্ষার্থীর মধ্যে ৩য় শ্রেণীতে ২জন ও ৪র্থ শ্রেনীতে ৩জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে এছাড়া ৫ম শ্রেনীতে কোন শিক্ষার্থী উপস্থিতি পাওয়া যায়নি।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের কাছে ৫ম শ্রেনীর শিক্ষার্থীর বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা জানান আমাদের বিদ্যালয়ে ৫ম শ্রেনীর কোন ছাত্র ছাত্রী নেই, আমাদের এখানে ৪র্থ শ্রেনী পর্যন্তই পড়ানো হয়। অথচ এই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর উপস্থিতি দেখানো হয় ৬০ জন।

এছাড়াও উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ের মনিটরিং বোর্ড হালনাগাদ ও প্রধানমন্ত্রীর আপডেট ছবি অনেক আগেই ঝুলানোর নির্দেশ দেওয়া হলেও এখনও মনিটরিং বোর্ড হালনাগাদ ও প্রধানমন্ত্রীর আপডেট ছবি ঝুলানো হয়নি বীর শুভগাছা উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। এভাবেই শিক্ষা অফিসের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে বিদ্যালয়টি।

এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা বলেন প্রথম থেকেই এ বিদ্যালয়ে তেমন কোনো শিক্ষার্থীদের দেখা যায়নি। শিক্ষকরা বলতে গেলে বসে বসেই মাস শেষে বেতনভাতা উত্তোলন করে আসছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মরিয়ম খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিদ্যালয়টি নদি ভাঙ্গান এলাকায় হওয়ায় এখানে শিক্ষার্থীর খুবই সংকট, এছাড়া মনিটরিং বোর্ড হালনাগাদ ও প্রধানমন্ত্রীর নতুন ছবি ঝুলানোর নির্দেশনা আগেই পেয়েছি আমি কিছু দিনের মধ্যেই এগুলো সংশোধন করে নেব।

আরও পড়ুন:কুড়িগ্রামে অপহরণের ৪ দিন পার হলেও সন্ধান পাননি পুলিশ

কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ৫ম শ্রেণিতে শিক্ষার্থী না থাকার কোন সুযোগ নেই , বিষয়টি অবগত হলাম অভিযুক্ত বিদ্যালয়ে লিখিত নোটিশের মাধ্যমে নিশ্চিত করা হবে কেন বিদ্যালয়ে ৫ম শ্রেনিতে শিক্ষার্থীর উপস্থিতি নেই, এবিষয়ে সত্যতা মিললে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুখময় সরকার জানান ৫ম শ্রেনীতে শিক্ষার্থী উপস্থিতি না থাকার বিষয়টি অবগত হলাম তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।