মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত পরিমাণ জনবল না থাকার কারণে বন্ধ রয়েছে বিভিন্ন এক্স-রে, রক্তসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা শিশু, নারী, পুরুষ, বৃদ্ধরা প্রতিদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ভুক্তভোগীরা জানায়, প্রয়োজনীয় ঔষধ ও কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন অনেকে ।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। জনবল সংকট নিরসন ও সেবার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে উপজেলা বাসী। দায়িত্বরত সাটুরিয়া উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জনবল সংকটের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
কয়েকটি উপজেলার রোগীরা এ হাসপাতালে সেবা নিয়ে থাকে, যার ফলে অল্প সংখ্যক জনবল দিয়ে চিকিৎসা সেবা দিতে কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা সাধ্যমত প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে চলছি। প্রয়োজনীয় জনবল নিয়োগ হলে সেবার মান আরো বৃদ্ধি পাবে।