ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় গাছ কাটা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

50
admin
আগস্ট ৩১, ২০২৪ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গায় গাছ কাটা নিয়ে  দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে ২০ জন গ্রামবাসী আহত হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। সংঘর্ষে গুরুত্বর আহত ১২ জনকে ভাঙ্গা ও ২জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পীরেরচর গ্রামে চুন্নু শেখ ও সেকেন মাতুব্বরের সাথে ওসমান মাতুব্বর ও আবু মাতুব্বরের একটি বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে  বিরোধ চলে আসছিল। এই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকদফা সালিশ ও বৈঠকে হয়। সালিশে ২ পক্ষের মধ্যে ওসমান ও আবু মাতুব্বরের মধ্যে সমান অংশ হারে ভাগাভাগি করে দেওয়া হয়।

সেই জায়গা থেকে ওসমান মাতুব্বরের লোকজন তার অংশ থেকে বেশ কিছু গাছ কেটে নেয়। বাকি অংশ থেকে শনিবার সকালে আবু মাতুব্বর বেশ কিছু গাছ কাটে।পুরো জায়গার মধ্যে চুন্নু শেখের দলের সেকেন শেখ জায়গা পাবে বলে তিনি দাবি করে গাছ কাটতে বাধাঁ দেয় ।

এই নিয়ে দুই জনে  মধ্যে কথা কাটাকাটির হলে একপর্যায়ে হাতাহাতি হয়। তখন ওসমান মাতুব্বর ও আবু মাতুব্বরের লোকজনের সাথে চুন্নু ও সেকেন মাতুব্বরের লোকজন দেশীয় অস্ত্র ডাল, কাতরা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে দুই গ্রুপের মধ্যে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে  উভয় পক্ষে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।

ঘটনাস্থলে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় চারটি বাড়ি ভাংচুর করা হয়। সংবাদ পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও সেনাবাহিনীর লোকজন গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে স্থানীয় শহীদ মাতুব্বর জানান, আমাদের একটি বাড়ির জায়গা নিয়ে আবু মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে মামলা মোকাদ্দমা চলে আসছে।

পরে আমরা আবু মাতুব্বরের সাথে আপোষ  মীমাংসা হয়েছি। তৃতীয়পক্ষ চুন্নু শেখের  পক্ষের সেকেন শেখ ঐ জায়গার মধ্যে  জায়গা দাবি করে গাছ কাটতে বাধা দেয়। এ নিয়ে চুন্নু শেখের লোকজন আমাদের উপরে অন্যায় ভাবে হামলা করেছে।

এ ব্যাপারে ভাঙ্গার থানার এস,আই রাকিব জানান, পীরেরচর গ্রামের ওসমান ও চুন্নু গ্রুপের লোকজন গাছ কাটা নিয়ে মারামারি করেছে। সংবাদ পেয়ে  আমরা পুলিশ  ও সেনাবাহিনীর লোকজন  ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।