ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে পোস্টার মারা কে কেন্দ্র বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ছাত্রলীগের ২০ নেতাকর্মীর নামে মামলা

50
বেনাপোল প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরের বেনাপোলে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া আরো ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) রাতে বেনাপোলের গাতিপাড়া গ্রামের ছাত্রদল কর্মী হৃদয় বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় এই মামলা দায়ের করেন। আহতরা হলেন, বেনাপোলের ভবারবেড় গ্রামের ছাত্রদলকর্মী নিরব, গাতিপাড়ার ইমন, আকাশ, হৃদয়, কাগজপুকুরের শাকিব ও বড়আচড়া গ্রামের সৈকত। আহতদের মধ্যে নিরবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপস্থিত কিছু লোকজন জানায়, বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির কিছু কর্মী সমর্থক বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এর মৃত্যু বার্ষিকীর পোস্টার মারতে মারতে বেনাপোলের নিত্য হাটে যায় এসময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটন এর কর্মী সমর্থক দের সাথে তাদের সশস্ত্র সংঘর্ষ হয় ।

এসময় ছুরিকাঘাতে ৬ ছাত্রদলকর্মী আহত হয় পরে স্থানীয়রা আহত ছাত্রদল কর্মীদের রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আসামীরা হলেন, সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ, ভবেরবেড় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মারুফ হোসেন দিপু, ছাত্রলীগ নেতা ভবারবেড় গ্রামের সুমন হোসেন, রিমন হোসেন ও রুবেল। এদিকে আসামিরা জানান, তারা মারপিটের সাথে জড়িত না ধাকলেও তাদের বিরুদ্ধে মনগড়া মামলা দায়ের করা হয়েছে এবং ১নং আসামি আকুল হোসাইন ব্যাবসায়িক কাজে বহু দিন এলাকার বাইরে রয়েছেন । বেনাপোল পোর্টথানা পুলিশের ওসি রাসেল মিয়া জানান, ছাত্রদলকর্মীদের ওপর হামলায় অভিযুক্তদের নামে মামলা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।