ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

পান্নার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করল বিএসএফ

50
admin
আগস্ট ৩১, ২০২৪ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার মরদেহ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে ভারতের মেঘালয় পুলিশ। শনিবার (৩১ আগস্ট) সাড়ে ১১টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে তার মরদেহ দেশে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই মরদেহ ভারত থেকে বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তিনি আরও জানান, আজ শনিবার দুপুর ১২টার দিকে বিএসএফ ও বিজিবি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি অ্যাম্বুলেন্সে করে পান্নার মরদেহ বাংলাদেশে নেওয়া হয়।

গত ২৬ আগস্ট ভারতের মেঘালয়ের জৈন্তিয়া হিলস জেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের প্রায় দেড় কিলোমিটার অভ্যন্তর থেকে পান্নার মরদেহ উদ্ধার করে মেঘালয় পুলিশ।

পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে আজ সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে পান্নার মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করে জানান, পান্নার মরদেহ সীমান্তে উপস্থিত পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা ইতিমধ্যে পিরোজপুরের পথে রওনা হয়েছেন।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলার আওয়ামী লীগ নেতা পান্না গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন।

গত ২৬ আগস্ট মেঘালয় পুলিশ পান্নার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে খলিহরিয়াত সিভিল হাসপাতালে রাখে। মরদেহের সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করা হয়।

পরে ভারতীয় মিডিয়া পুলিশের উদ্ধৃতি দিয়ে জানায় যে, পান্নাকে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে দুষ্কৃতিকারীরা ‘শ্বাসরোধ করে হত্যা করেছে’।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।