নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয় কর্তৃক ছাত্র জনতার সমন্বয়ে চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা মোড়ের কামাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় অধিক মূল্যে পণ্য বিক্রয় করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য প্রস্তুত রাখার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
৩১ আগস্ট শনিবার সকালে বাজারগুলোতে পেঁয়াজ, রসুন আদাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় এই অভিযান কার্যক্রম পরিচালনা করেন। অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মোঃ আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেব নাথ, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, সচেতন ছাত্রবৃন্দ ও ব্যবসায়িক নেতৃবৃন্দরা।জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।