মোঃ আলফাত হোসেন, সাতক্ষীরা ব্যুরো প্রধানঃ
সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে স্বপদে বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক সাতক্ষীরার এসপি বহাল থাক’, ‘আমাদের দাবি মানতে হবে, প্রজ্ঞাপন বাতিল করতে হবে’, ‘আমাদের সবার ঐক্যমত, সাতক্ষীরাবাসীর ঐক্যমত, মতিউর এসপি বহাল থাক’, ‘দুর্নীতিমুক্ত সাতক্ষীরা চাই, মতিউর এসপি ছাড়া বিকল্প নাই’ সহ নানা স্লোগান দেন।
পরে সেখানে তারা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, এসপি মতিউর রহমান সাতক্ষীরায় যোগদানের পর থেকে পুলিশি অত্যাচার, নির্যাতন, গণগ্রেফতার, চাঁদাবাজি বন্ধ হয়ে সহনীয় পর্যায়ে নেমে এসেছিল। আগে যারা এখানে এসপি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন তারা চোরাকারবারী গডফাদার ও আওয়ামী সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে নিজেদের পকেট ভারী করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সারা দেশে যখন লাশের মিছিল চলছিল, সে সময় সাতক্ষীরার মতো রণভূমিতে একটিও লাশ পড়েনি। এসপি মতিউর রহমান সিদ্দিকী আমাদের আন্দোলনে সহযোগিতা করেছেন এবং পুলিশকে বরাবরই ছাত্রদের ওপর গুলি চালাতে নিষেধ করেন। তিনি ডিআইজি ও আদালতের আদেশ অমান্য করে ছাত্রজনতার পক্ষ নিয়েছিলেন।
তারা আরো বলেন, আন্দোলনের সময় সাতক্ষীরার আহত সকলকে এসপি নিজেই চিকিৎসা করিয়েছেন। আন্দোলন সফলে মাইক দেওয়া থেকে শুরু করে সমস্ত প্রকার সহায়তা করেছেন। আমরা তাকে অন্যত্র বদলি করতে দেব না।
সংবাদ সম্মেলনে সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে স্বপদে বহাল রাখার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
একই সাথে শিক্ষার্থীদের দাবি না মানলে আগামীকাল থেকে আন্দোলন জোরদার করার ঘোষণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সমন্বয়ক নাজমুল হোসেন রনি, নাহিদ হাসান, মোহিনী তাবাসসুম, সাদ্দাম হোসেন, ইব্রাহিম খলিলুল্লাহ, রিফাত হোসেন, সুহাইল মাহদিন সাদি, নাজমুল হোসেন, নুহা আনসারী, রিনা পারভীন, সাইফা রুমি প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার অপরাধ তদন্ত বিভাগের এসপি মোহাম্মদ মনিরুল ইসলামকে সাতক্ষীরা পুলিশ সুপার হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।