জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সহায়তা দিতে ব্যর্থ হলে উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে গুলশানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
নুর বলেন, যাদের রক্তের বিনিময়ে সরকার গঠিত হলো, তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে পারেনি সরকার।
সম্প্রতি বিপ্লবে অংশ নেওয়া ছাত্রদের মৃত্যুর ঘটনা নিয়েও ধোঁয়াশা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গণ অধিকার পরিষদ সভাপতি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনে উদ্বিগ্ন ভারত। দেশে প্রতিবিপ্লবের ষড়যন্ত্র চালাচ্ছে তারা।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।