ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

জমি সংক্রান্ত জেরে যুবককে মারধরের ঘটনায় সেনা কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন

50
বুলবুল ইসলাম খানসামা (দিনাজ পুর) প্রতিনিধি:
ডিসেম্বর ২০, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের খানসামায় জমি সংক্রান্ত জেরে যুবককে মারধরের ঘটনায় সেনা কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে পূর্ব হাসিমপুরের চক পাড়া এলাকাবাসীর অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। অভিযুক্ত সৈকত রহমান (২৮) ওই এলাকার মো. মাসুদুর রহমান মুকুলের ছোট ছেলে।

তিনি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টের বেঙ্গল-১৩ সেকশনের লেফটেন্যান্ট। মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীর ভাই রবিউল বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ চলে আসতেছে এবং সেই সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলাটি বিচারাধীন থাকা স্বত্বেও অভিযুক্ত সৈকত ছুটিতে বাড়ীতে এসে সেনাবাহিনীর সদস্য হওয়ার ক্ষমতা বলে গত মঙ্গলবার বিকেলে একগাড়ি সেনাবাহিনীর সদস্যকে ডেকে নিয়ে এসে আমার ভাই ওমর ফারুককে বেপরোয়া ভাবে মারে এবং গুরুতর জখম করেন।

এতে আমার ভাই জীবন রক্ষার জন্য ভয়ে প্রায় তিন কিলোমিটার দৌড়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে। কিন্তু সৈকতের নির্দেশনায় সেনা সদস্যরা দৌড়ে গিয়ে তাকে আটক করে লোহার রড দিয়ে বেপরোয়া মারে করেছিল।’ ভুক্তভোগীর স্ত্রী বলেন, ‘সেনা সদস্যরা বেপরোয়াভাবে আমার স্বামীকে মারধর করে বিপদজনক দেখে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট) ভর্তি করায়।

তখন পাকেরহাট হাসপাতাল কর্তৃপক্ষ আমার স্বামীর অবস্থা বিপদজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। এমতাবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে অদ্যবধি চিকিৎসাধীন আছে। তাই আমরা অত্র এলাকাবাসী একত্রিত হয়ে অভিযুক্ত সৈকত রহমানের সঠিক বিচার চাই।’

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।