ঢাকাশুক্রবার , ২০ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

একই স্থানে ১১ ভারতীয়র মরদেহ

50
আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২৪ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

জর্জিয়ার গুদাউরি স্কি-রিসোর্ট থেকে ১১ জন ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে জর্জিয়ার এক নাগরিকের মরদেহও উদ্ধার করা হয়।১১ জন ভারতীয়ই ভারতীয় এক রেস্তোরাঁয় কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। জর্জিয়ান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জর্জিয়ার সংবাদমাধ্যম জানায়, রাজধানী টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতোমধ্যে বিবৃতি দিয়ে গভীর শোক ব্যক্ত করেছে।

বিবৃতিতে বলা হয়, টিবিলিসিতে অবস্থিত ভারতীয় দূতাবাস গুদাউরিতে ১১ জন ভারতীয় নাগরিকের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ। তাদের পরিবারের জন্য রইলো আমাদের গভীর সমবেদনা। স্থানীয় কর্তৃপক্ষের সাথে মিলে আমরা বর্তমানে মরদেহ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায়।

ককেশাস পর্বতমালার দক্ষিণের শহর গুদাউরি স্কি করার জন্য বিখ্যাত। সেই রিসোর্টের একটি ভারতীয় খাবারের রেস্টুরেন্টে কাজ করতেন নিহত ভারতীয়রা।

সোমবার জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রেস্টুরেন্টের তৃতীয় তলার একটি ডরমিটরিতে নিহতদের মরদেহ পাওয়া যায়। তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পাশের আরেকটি ঘরে একটি জেনারেটর চলছিল বলে জানায় পুলিশ। পুলিশ এখনও মৃত্যুর কারণের বিষয়ে নিশ্চিত না হতে পারলেও, রেস্টুরেন্টের কর্মচারীদের ধারণা, জেনারেটর থেকে বেরোনো কার্বন মনোক্সাইডের ধোঁয়ার কারণেই প্রাণ হারিয়েছেন এই ১২ জন।

বিগত কয়েক বছরে বহু ভারতীয় জর্জিয়ায় এসেছেন উচ্চশিক্ষা লাভের জন্য, যাদের মধ্যে অনেকেই পড়াশোনার পাশাপাশি কাজও করেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।