নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে ৮ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও বেনজীর আহমেদসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আইকন বাসের মালিক আবুল খায়ের। এতে ১৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
১১ সেপ্টেম্বর, বুধবার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ৫ নম্বর আমলি আদালতে আবুল খায়ের নামের এক বাস মালিকের পক্ষ থেকে মামলাটি দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু এই তথ্য নিশ্চিত করেছেন। মামলায় মুজিবুল হককে ১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং এতে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক একেএম শহীদুল হক, র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজীর আহমেদসহ ১৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত ৫০-৬০ জনকেও আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহন এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় ৮ যাত্রী প্রাণ হারান এবং আরও অনেকে আহত হন।
বাদী জানিয়েছেন, ঘটনার পর তিনি জানতে পারেন যে সাবেক সংসদ সদস্য মুজিবুল হক, একেএম শহীদুল হক ও বেনজীর আহমেদের মদদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা তার বাসটিতে হামলা চালিয়েছে।
আইনজীবী কাইমুল হক রিংকু বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, পূর্বে একই ঘটনায় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে প্রধান আসামি করে এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ১৪২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের জন্য এই মামলা একটি নতুন আশার আলো হিসেবে কাজ করবে বলে মনে করছেন স্থানীয়রা।