ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বরুন্ডি খেয়াঘাটে অনিয়ম, প্রতিবাদ করলেই মিথ্যা মামলার হুমকি

50
admin
সেপ্টেম্বর ১১, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আমিনুর ইসলাম স্টাফ রিপোর্টার

বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ । শুধু নদী থেকেই সরকার প্রতি বছর কোটি কোটি টাকা উপার্জন করে থাকে । খেয়াঘাট সরকারি আয়ের অন্যতম একটি উৎস । জনগণের দুর্ভোগ নিরসনে সরকার বিভিন্ন নীতি ও শর্ত দিয়ে জনগণের হাতেই ঘাটের ইজারা দিয়ে থাকে । মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের বরুণ্ডি ঘাট তার অন্যতম ।
সাম্প্রতিক বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ উঠেছে ঘাটের ইজারাদারের বিরুদ্ধে ।

গতকাল সরজমিন থেকে তথ্য নিয়ে জানা যায়, যাতায়াত মূল্য জনপ্রতি জন ৫, সাইকেল ১০, মোটরসাইকেল ১৫ টাকা নির্ধারণ করেছিল স্থানীয় সরকার । কিন্তু ঘাটের ইজারাদাররা দ্বিগুণ মূল্য উসুল করছে সাধারণ জনগণ থেকে । দুবছর যাবত সাইনবোর্ডবিহীন মানুষের অজান্তেই এমন দুর্নীতি চালাচ্ছিল তারা । সঠিক মূল্য যারা জানত তা দিতে গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করত । ঘাট পরিচালক হিন্দু সম্প্রদায় হওয়ায় সংখ্যালঘু অত্যাচারের মামলার ভয় দেখানো হত ।

জানা যায়, স্থানীয় এক যুবক গত ১৫ আগস্ট২০২৪ইং তাদের দ্বিগুণ ভাড়ার প্রতিবাদ করলে তার বিরুদ্ধে সংখ্যালঘু অত্যাচার ও চাঁদাবাজি মামলার হুমকি দেয়। উপায়ান্তর না পেয়ে স্থানীয় ৫৩ জনের গণস্বাক্ষর নিয়ে ঐ যুবক থানা ও ইউএনও বরাবর তাদের অপকর্মের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে । এ বিষয়ে ঘাটের ইজারাদার দুখিরাম(৪৬) অবগত হলে গত ১লা সেপ্টেম্বর তার বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ দাখিল করে । কিন্তু ঐদিন প্রতিবাদের ধারণকৃত ভিডিও ফুটেজ থেকে বুঝা যায়, মামলাটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ।

এ বিষয়ে হাটিপাড়া ইউনিয়ন সচিব কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, ঘাটের অনিয়মের অভিযোগ পেয়েছি এবং তা আমি উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেছি ।

নাম প্রকাশে অনিচ্ছুক ভিডিও এক বক্তব্যে তারা বলেন, আমাদের এ বরুুন্ডি খেয়া ঘাটে প্রচুর দুর্নীতি করা হচ্ছে । ঘাট অপরিষ্কার, ভাড়া দিগুন, তাদের কয়েকটি মুদি দোকানের স্বার্থে ঘাটের স্থান পরিবর্তন সহ সাধারণ জনগণের সাথে দুর ব্যবহারের অন্ত নেই ।

স্থানীয় জনগণের দাবি, অতি দ্রুত মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের এই বরুন্দি খেয়াঘাটকে জনগণের সেবার লক্ষে সরকারের অতি দ্রুত হস্তক্ষেপ নিতে হবে এবং সেই সাথে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।