বিশ্বজিৎ চক্রবর্তী, গোপালপুর প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুরে আজ ১১সেপ্টেম্বর বুধবার বিশাল এক গনসমাবেশের ভার্চুয়াল বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত রয়েছে।
শহীদ জিয়ার সৈনিকেরা তাদের রুখে দিবে।’ বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস- চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ সকল রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে এক গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে টাঙ্গাইলের শাড়ি, চমচম, পাটজাত পণ্য, আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেয়া হবে। জেলার বিভিন্ন সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
বুধবার বিকালে সুতি ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান এড. আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, সদস্য এড. ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা ওলামা দলের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী লিয়াকত প্রমুখ।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্সসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, আব্দুস সালাম পিন্টু পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ ( গোপালপুর-ভুঞাপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালে ৪দলীয় জোট সরকারের উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮সাল থেকে তিনি ষড়যন্ত্রমূলকভাবে জেল হাজতে বন্দি আছেন।