ইমাম হাসান সোহান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রত্যাশা যুব সংঘের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩সেপ্টেম্বর শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল প্রাঙ্গণে প্রত্যাশা যুব সংঘের সকল সদস্য সহ এলাকার জনসাধারণ উপস্থিত হতে থাকেন। একসময় লোকে লোকারণ্য হয়ে যায় ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণ।
এসময় ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্রত্যাশা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন গত ৫ই আগষ্ট সরকার পরিবর্তনের পর দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত উদ্দেশ্যে বিএনপির বদনাম করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। প্রত্যাশা যুব সংঘের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই সমাজে অরাজকতা চলে আসছে।
এলাকায় সন্ত্রাসী এবং মাদক কারবার বেড়ে গেছে। কিন্তু বিগত সতের বছরে মাদক সন্ত্রাস বিরোধী কোন কর্মকান্ড আওয়ামীলীগ সরকার করতে দেয়নি। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে। প্রত্যাশা যুব সংঘ এখন থেকে কোন রকম চাঁদাবাজ সন্ত্রাস এবং মাদক কারবারি সহ্য করবে না। যেখানেই চাঁদাবাজ সন্ত্রাসী মাদক কারবারি দেখা যাবে সেখানেই কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে।
এর আগে প্রত্যাশা যুব সংঘের উদ্যোগে বিশাল ব্যানার এবং অসংখ্য ফেস্টুন নিয়ে শত শত মানুষ বিক্ষোভ মিছিল নিয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড হয়ে বাজারে প্রবেশ করে। চাঁদাবাজ সন্ত্রাস এবং মাদক বিরোধী স্লোগানে স্লোগানে মিছিলটি ধনবাড়ী শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে উপস্থিত হয় । এরপর মোনাজাত এবং খিচুড়ি ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।
অনুষ্ঠানটি সুষ্ঠ ভাবে পরিচালনায় কামরুল হাসান মাসুদ, খন্দকার বজলুর রহমান, খন্দকার মাজাহারুল ইসলাম রাসু,মীর আমিরুল মোমেন শাকিল, খন্দকার জগলুর রহমান শামীম, মোঃ শাহজাহান আলী বাবু, জুলফিকার আলী সাজু, মোঃ শরীফ সুলতান সোহাগ,খন্দকার আলমগীর হোসেন, মোঃ জগলুল আহমেদ রানা, মোঃ মনিরুজ্জামান বাবলা, মোঃ জাহিদ হাসান সুমন আরও অনেকে সহযোগিতা করতে।
Leave a Reply