শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার
রংপুরে ভূমিদস্যু সারোয়ার গংয়ের বিরুদ্ধে বুড়িরহাট এলাকাবাসী মানববন্ধন করেছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫ টার সময় বুড়িরহাট রোড বটতলা মোড়ে এ মানববন্ধন করেন।
উক্ত মানববন্ধনে ভুক্তভোগী গোলাম আজম, তার ভাই মানিক আজমসহ স্থানীয় মিঠু মিয়া, জুয়েল মিয়া, জিবন, রুবেল আহমেদ প্রমুখ বক্তব্যে বলেন, তফশীলঃ- থানা কোতয়ালী (বর্তমান পরশুরাম), মৌজা-কোবারু, জেএল নং-৪২, হাল খতিয়ান নং- ৬৮২, বুজারত খতিয়ান নং-১৫১২ ডিপি খঃনং-১৬৮, সাবেক দাগ-৩০১৯, হাল দাগ-২০১৯ জমি-৩৪ শতক ও সাবেক দাগ নং- ৩০২১, হাল দাগ ২০১৮ জমি-১.৪৫ একরের অংশ-৫২ শতক।
উভয় দাগে মোট-৮ শতক জমিসহ ভূমিদস্যু সারোয়ার গং এলাকায় প্রায় জমিতে মাথা ঢুকায় দিয়ে কাওয়াজ করে। ভুক্তভোগী ও এলাকাবাসী আরো বলেন, সাবেদা বেগম আমার বাবার ক্রয় সূত্রে ৮ শতক জমি অবৈধ ভাবে দখল করে আসেন। বর্তমান কাউন্সিলর আবু হাসান চঞ্চল কাছে অভিযোগ দিলে।
কাউন্সিলর অফিসে বসা হয়। কথা বলার মধ্যে দুই পক্ষের ১০জন করে সদস্য নিয়ে সমাধান চেষ্টা করা হয়। হঠাৎ করে সাবেদা বেগমসহ তার লোকজন বৈঠক থেকে উঠে দশ দিনের সময় চায়। কিন্তু দশ দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে আসে নাই। তালবাহানা করে সময় ক্ষেপন করে আসিতেছে এবং দখল ছেড়ে দিবে না বলে জানান।
Leave a Reply