বুলবুল ইসলাম,খানসামা প্রতিনিধি:
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সকল সরকারি-আধাসরকারি ভবন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা পরিপূর্ণভাবে উত্তোলন করতে হবে মর্মে গত ১১ সেপ্টেম্বর দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে এক প্রজ্ঞাপন জারী করা হয়। কিন্তু তা মান্য করেননি জেলার খানসামা উপজেলার একাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সরজমিনে ঘুরে দেখা যায়, মধ্য সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলাম রহমান শাহ্ ফাজিল (স্নাতক) বি,এ মাদ্রাসা অমান্য করে জাতীয় পতাকা উত্তোলন করেননি।
জাতীয় পতাকা উত্তোলন বিষয়ে মধ্য সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালেয় প্রধান শিক্ষিকা জেবুন নেছা ফেরদৌসী মুঠোফোনে বলেন, জাতীয় পতাকা উত্তোলন বিষয়টি আমার পিয়ন জানে। এটি বিদ্যালয়ের পিয়নের কাজ। সে পতাকা তুলল কিনা এটা আমার উপর বর্তায় না।
অপর দিকে গোলাম রহমান শাহ্ ফাজিল (স্নাতক) বি,এ মাদ্রাসার অধ্যক্ষ কাজী আব্দুল মালেক বলেন, পতাকা উত্তোলন করতে হবে কিনা তেমন কিছু জানি না। আর জানলেও উত্তোলন করি নাই এতে আপনাদের সমস্যা কোথায়? মাদ্রাসার যেহেতু প্রধান আমি পতাকা তুলব কিনা সেটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কোনো নির্দেশনা দিয়েছে কিনা আমার জানা নেই।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক চৌধুরী বলেন, বিষয়টি দুঃখজনক এবং প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এ কাজ করবে আমাদের জানা ছিল না। তারপরেও আমরা বিষয়টি দেখতেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জরুল হক বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা তাদেরকে চিঠির মাধ্যমে জানিয়েছি। আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
ছবির ক্যাপশন: ১. জাতীয় পতাকাবিহীন দিনাজপুরের খানসামা উপজেলার মধ্য সুবর্ণখুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২. জাতীয় পতাকাবিহীন দিনাজপুরের খানসামা উপজেলার গোলাম রহমান শাহ্ ফাজিল (স্নাতক) বি,এ মাদ্রাসা।