নিপুন জাকারিয়া :-
জামালপুরে মাজার ও দরবার ভাঙ্গার ঘোষণা দিলেন, গেটপার জামে মসজিদের খতিব ও ডাকপাড়া মাদ্রাসার শিক্ষক জেলা হেফাজত ইসলামের আমির মাওলানা আবুল কাশেম।
গতকাল কামাল খান হাট সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা আখতারুজ্জামান সিদ্দিকীর সভাপতিত্বে সিরাতুন্নবী অনুষ্ঠানে এমন বক্তব্য রাখেন তিনি। তৌহিদি জনতার আয়োজনে, সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলীতে সিরাতুন্নবী (সঃ) নামের এক অনুষ্ঠানে এমন ঘোষণা করে বক্তব্য রাখেন মাওলানা আবুল কাশেম ।
তিনি বলেন, এই আস্থানাগুলো হল মুসলমানের ঈমান নষ্ট করার জন্য, মুসলমানদের বেইমান করার জন্য, মুসলমানকে জাহান্নামে পাঠানোর জন্য। তিনি তার বক্তব্য দাবী করেন, নারিকেলী খাজায়েনে শরীফ ভন্ডের আস্তানা। তাই এটাকে, ভেঙে ফেলার নির্দেশ দেন তিনি। তিনি দরবার ভাঙ্গার জন্য এলাকায় জন্য ইউনিট তৈরি, কমেটি তৈরি করে, কয়েক দিনের ভিতর এটা ভেঙে গুড়িয়ে দিতে বলেন। এ বিষয়ে স্থানীয়, সকল ইমামকে এক কাতারে বসতে বলেন তিনি। কোন ইমাম না আসলে সে ইমামতি কেমনে করে, তা তিনি দেখে নিবে বলে জানান। তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশে এ ধরনের ভন্ডামি করে চলা হবে না।
এর জন্য জামালপুর শহর থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। এমন বক্তব্য বিষয়ে জানেন না বলে জানান, অনুষ্ঠানটির সভাপতি মাওলানা আক্তারুজ্জামান সিদ্দিকী। এ বিষয়ে উক্ত মাইকে দেওয়া বক্তব্যের প্রতিবাদ করেছেন, জাকেরগন। তারা বলেন, শান্তিপ্রিয় জামালপুরে, এমন বক্তব্য অশান্তির বার্তা নিয়ে আসবে। তারা মুজাদ্দেদিয়া তরিকার জাকের গন, খাজায়েনে দরবার শরীফ, রক্ষা করতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, খাজায়েনে রহমত পাক দরবার শরীফটি এ এলাকার জাকের গনের দাবীর পেক্ষিতে ৫ বছর আগে প্রতিষ্ঠিত হয়।
ঘটনার দিন খাজাবাবা খাজাবাগী জামালপুরী বাবাজানের নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সাঃ) জসনে জুলুসটি জামালপুরে শহরে পালিত হয়। মিছিলের নেতৃত্ব দেন, খাজাবাগী জামালপুরি পীর কেবলাজান, দরবারের প্রতিষ্ঠাতা পীর ও মুর্শিদ আলহাজ্ব আল্লামা শাহ সুফি খাজা মোহাম্মদ রেজাউল হক রেজা শাহ।
তিনি এনায়েতপুর পাক দরবার শরীফের পীর ও মুর্শিদ আলহাজ্ব আল্লামা শাহ সুফি খাজা ইউনুস আলী বড় নাতি। এবং লালকুঠি দরবার শরীফ শম্ভুগঞ্জ পীর ও মুর্শিদ আলহাজ্ব আল্লামা শাহ সুফি খাজা সাইফুদ্দিন উপাত গ্রহণের পর দীর্ঘ দিন গদি নিশি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জামালপুর নারিকেলী, কুটামনি খাজায়েনে দরবার প্রতিষ্ঠা করেন।