মোঃ জহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার
দীর্ঘ ৫০ মাস বেতন ভাতা পাচ্ছেন না ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটের ৭৩৮ জন শিক্ষক। ২০১২ ও ২০১৪ সালে দুই ধাপে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টে ( STEP) সারাদেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে ১০১৫ জন শিক্ষক নিয়োগ করা হয়েছিল।
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউট কর্মরত রাজস্বখাতে প্রক্রিয়াধীন শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন এবং চাকরী রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়া জন্য শান্তিপূর্ণ মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।
দীর্ঘদিন যাবৎ বৈষম্য শিকার কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত ” স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)” শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্বখাতে প্রক্রিয়াধীন শিক্ষকদের ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাকুরী রাজস্বখাতে স্থানান্তর প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তি করনের জন্য বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বরিবার সকাল ১০ টায় শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন , বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন এবং বেলা ১২টায় বরগুনা জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রনিক্স টেকনোলজি ইন্সট্রাক্টর মোঃ আবু সালেহ , ইলেকট্রনিক্স টেকনোলজি ইন্সট্রাক্টর মং হান ওয়েন , ইলেকট্রনিক্স টেকনোলজি জুনিয়র ইন্সট্রাক্টর সৈয়দ ওমর ফারুক , ইলেকট্রনিক্স টেকনোলজি জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ রুহুল আমিন , এনভায়রনমেন্টাল টেকনোলজি জুনিয়র ইন্সট্রাক্টর খালিদ হোসেন , নন-টেকনোলজি জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ আবুল কালাম আজাদ, এনভায়রনমেন্টাল টেকনোলজি জুনিয়র ইন্সট্রাক্টর শাকিব আহমেদ সহ আরও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বলা হয় স্টেপ প্রকল্পের মাধ্যমে শিক্ষক নিয়োগের আগে ২০০৯ সালে কারিগরি শিক্ষার হার ছিল শতকরা ১ ভাগ যা বর্তমানে ২২ ভাগ এবং ভর্তির হার ৩০ ভাগ।
এই প্রকল্পের শিক্ষকরা গত পাঁচ বছর ধরে বেতন ভাতা না পেয়েও শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছেন। ৫০ মাস বেতন বিহীন অবস্থায় পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। ৭৩৮ জন শিক্ষকের প্রত্যেকের বয়স ৩৬ থেকে ৪০ এর মধ্যে। তাদের অন্য চাকরিতে যাওয়ারও কোন সুযোগ নাই।
ইতিমধ্যে অসুস্থ হয়ে সুচিকিৎসার অভাবে বেশ কয়েকজন শিক্ষক অকালে মৃত্যুবরণ করেছেন। মানববন্ধনে আরও বলা হয় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পাঁচ বছর পরেও রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া এখনও শেষ হয়নি। ফলে চাকরি রাজস্বকরণ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার ৭৩৮ জন শিক্ষক চরমভাবে বৈষম্যের শিকার হচ্ছেন।