রুবেল আহমেদ, ধনবাড়ী উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধনবাড়ী সরকারি কলেজের ‘কলেজ ক্যান্টিন’ এর শুভ উদ্বোধন হয়েছে আজ ২২শে সেপ্টেম্বর রোজ রবিবার সকালে। ধনবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্মত খাবারের সরবরাহ নিশ্চিত করতে কলেজ প্রাঙ্গণের অভ্যন্তরে এই ‘কলেজে ক্যান্টিন’ এর উদ্বোধন করা হয়। সাইফুল ইসলাম সজীবের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ । ধনবাড়ী সরকারী কলেজের ক্যান্টিন উদ্বোধন এর আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক লিপু স্যার , খালেদা আক্তার রুমা মেডাম, শিল্পী মেডাম , সুচন্দা মেডাম এবং সিমা মেডাম । কলেজ ক্যান্টিন পরিচালনার দায়িত্বে আছেন শ্রাবণ, রাব্বি , লালন ও আনিস আহমেদ । ধনবাড়ী সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের দীর্ঘ দিনের দাবি ছিল কলেজ প্রাঙ্গণে এমন একটা ক্যান্টিনের অবস্থান থাকা যেখানে স্বল্প মূল্যে সাধ্যের মধ্যে স্বাস্থ্য সম্মত খাবার প্রাপ্তির নিশ্চয়তা। ছাত্র-ছাত্রীদের কলেজের বাহিরে গিয়ে বেশি মূল্য পরিশোধ করে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্ন মানের খাবার খেতে হয়।এতে করে অনেকেই মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ে ছিল। কিন্তু এখন কলেজের অভ্যন্তরে কলেজ ক্যান্টিন চালুর ফলে ধনবাড়ী সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। হাফেজ খাইরুল ইসলাম মুন্সি কলেজ ক্যান্টিন পরিচালনাকারীদের উদ্দেশ্যে বলেন, ‘ সবসময় পরিষ্কার পরিছন্ন ভাবে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে খাবারের মান নিশ্চিত করে দাম নির্ধারণ করতে হবে যাতে ক্যান্টিনের খাবার গুলো ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। বিশেষ মোনাজাত এর মধ্য দিয়ে ধনবাড়ী সরকারি কলেজের ‘কলেজ ক্যান্টিন’ চালু হয় ।